‘পাইথন দিয়ে প্রোগ্রামিং শেখা : আরো বেশি পাইথন’ হচ্ছে পাইথন দিয়ে প্রোগ্রামিং শেখা সিরিজের ৪র্থ ও শেষ বই। এতে আলোচনা করা হয়েছে ইটারেটর ও জেনারেটর, ফাংশনের খুঁটিনাটি, ডেকোরেটর, বাইসেক্ট মডিউলের ব্যবহার, টাইপ হিন্টিং, ডেটাবেজ প্রোগ্রামিং, মাল্টিথ্রেডিং ও মাল্টিপ্রসেসিং, সকেট প্রোগ্রামিংসহ আরো অনেক বিষয়ে। বইটিতে মোট ১৯টি অধ্যায় রয়েছে।
পাইথন দিয়ে প্রোগ্রামিং শেখা সিরিজের তৃতীয় এই বইতে লেখক ধারণা দিয়েছেন কম্পিউটার বিজ্ঞানের মৌলিক উপাদান ডেটা স্ট্রাকচার ও অ্যালগরিদম বিষয়ে। বইতে রয়েছে বিভিন্ন ধরনের ডেটা স্ট্রাকচার ও অ্যালগরিদম ধারণা, প্রয়োজনীয়তা ও ব্যবহার, যথাযথ ছবিসহ উদাহরন, পাইথন প্রোগ্রামিং ভাষায় ইমপ্লিমেন্টেশন ও প্রচুর অনুশীলনী।