কম্পিউটার প্রোগ্রামিং ১ম খণ্ড

Buy Now

প্রাপ্তিস্থান

দ্বিমিক প্রকাশনী

গিয়াস গার্ডেন বুকস কমপ্লেক্স, ৩৭ নর্থ ব্রুক হল রোড, বাংলাবাজার, ঢাকা
কনকর্ড এম্পোরিয়াম, ২৫৩-২৫৪ এলিফ্যান্ট রোড, কাঁটাবন, ঢাকা

অনলাইন এবং ফেসবুকে সারাদেশে হোম ডেলিভারি ফোন: ০১৭০৭ ৯৬ ০৩ ৭২ (যোগাযোগ ও বিকাশ)

রকমারি ডট কম, ফোন: ১৬২৯৭
দারাজ ডট কম ডট বিডি, ফোন: ১৬৪৯২


ভূমিকা

কম্পিউটারের জন্ম হয়েছিল কম্পিউট বা হিসাব করার জন্য। এখন কম্পিউটারে মানুষ গান শোনে, সিনেমা দেখে, চিঠি লেখে, ফেসবুক করে, ইন্টারনেট ঘাঁটাঘাঁটি করে, এমনকি চুরিচামারি পর্যন্ত করে কিন্তু হিসাব করে না! অথচ কম্পিউটারে কম্পিউট করার মতো আনন্দ আর কিছুতে নয়, সেটি করার জন্য যেটি জানা দরকার, সেটি হচ্ছে একটুখানি প্রোগ্রামিং।

ইউনিভার্সিটিতে বা বড়ো বড়ো শিক্ষাপ্রতিষ্ঠানে প্রোগ্রামিং শেখানো হয় কিন্তু স্কুল-কলেজের ছেলেমেয়েরাও যে খুব সহজে প্রোগ্রামিং করতে পারে, সেটি অনেকেই জানে না। আমি অনেক দিন থেকেই ভাবছিলাম, স্কুলের ছেলেমেয়েদের জন্য এরকম একটি বই লিখি; কিন্তু কিছুতেই সময় করে উঠতে পারছিলাম না।

ঠিক এরকম সময় আমার ছাত্র সুবিনের এই পাণ্ডুলিপিটি আমার চোখে পড়েছে। আমি অবাক হয়ে লক্ষ করলাম, আমি যে জিনিসটি করতে চেয়েছিলাম, সুবিন ঠিক সেটিই করে রেখেছে! স্কুল-কলেজের ছেলেমেয়েদের জন্য একটি প্রোগ্রামিংয়ের বই লিখেছে, খুব সহজ ভাষায়, খুব সুন্দর করে গুছিয়ে।

আমি তার এই চমৎকার বইটির সাফল্য কামনা করি। ছেলেমেয়েরা গান শোনা, সিনেমা দেখা, চিঠি লেখা, ফেসবুক করা, ইন্টারনেট ঘাঁটাঘাঁটি করার পাশাপাশি আবার কম্পিউটারের মূল জায়গায় ফিরে আসুক – সেই প্রত্যাশায় থাকলাম।

মুহম্মদ জাফর ইকবাল,
অধ্যাপক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
লেখক ও শিক্ষাবিদ

সূচীপত্র

ভূমিকা

লেখক পরিচিতি

লেখকের কথা

বইটি সম্পর্কে মতামত ও রিভিউ

অধ্যায় শূন্য : শুরুর আগে

অধ্যায় এক : প্রথম প্রোগ্রাম

অধ্যায় দুই : ডেটা টাইপ, ইনপুট ও আউটপুট

অধ্যায় তিন : কন্ডিশনাল লজিক

অধ্যায় চার : লুপ (Loop)

অধ্যায় পাঁচ : একটুখানি গণিত

অধ্যায় ছয় : অ্যারে‌‌‌

অধ্যায় সাত : ফাংশন

অধ্যায় আট : বাইনারি সার্চ

অধ্যায় নয় : স্ট্রিং (string)

অধ্যায় দশ : মৌলিক সংখ্যা

অধ্যায় এগারো : আবারও অ্যারে

অধ্যায় বারো : বাইনারি সংখ্যা

অধ্যায় তেরো : কিছু প্রোগ্রামিং-সমস্যা

অধ্যায় চোদ্দো : শেষের শুরু

পরিশিষ্ট শূন্য : অ্যালগরিদম ও ফ্লোচার্ট

পরিশিষ্ট এক : প্রোগ্রামিং প্রতিযোগিতা

পরিশিষ্ট দুই : প্রোগ্রামিং ক্যারিয়ার

পরিশিষ্ট তিন : বই ও ওয়েবসাইটের তালিকা

বইয়ের বিবরণী

শিরোনাম কম্পিউটার প্রোগ্রামিং ১ম খণ্ড
লেখক তামিম শাহ‍্‍রিয়ার সুবিন
ক্যাটেগরি কম্পিউটার প্রোগ্রামিং
ISBN 978-984-8042-01-4
সংস্করন চতুর্থ সংস্করণ, জুলাই, ২০১৮
পৃষ্ঠাসংখ্যা ১৮৪
কভার মূল্য ৩৫০/- টাকা

লেখক পরিচিতি

তামিম শাহ‍্‍রিয়ার সুবিন

তামিম শাহ‍্‍রিয়ার (ডাকনাম : সুবিন)-এর জন্ম ১৯৮২ সালের ৭ নভেম্বর ময়মনসিংহে। গ্রামের বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার হারং গ্রামে। তাঁর বাবা মো: মোজাম্মেল হক ছিলেন সরকারি কর্মকর্তা এবং মা ফেরদৌসি বেগম গৃহিণী। স্ত্রী সিরাজুম মুনিরা ও পুত্র আরাভ শাহরিয়ারকে নিয়ে বর্তমানে সিঙ্গাপুরে বসবাস করছেন।

লেখাপড়া করেছেন হোমনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এ কে উচ্চ বিদ্যালয়, নটর ডেম কলেজ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। ২০০৬ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে পাস করেছেন। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন বিভিন্ন প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। পরবর্তী সময়ে (২০০৭ ও ২০০৮ সালে) তিনি এসিএম আইসিপিসি ঢাকা রিজিওনাল-এর বিচারক ছিলেন। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করলেও পরে সফটওয়্যার প্রকৌশলী হিসেবে কাজ শুরু করেন। বাংলাদেশে থাকাকালীন সময়ে প্রতিষ্ঠা করেছেন মুক্ত সফটওয়্যার লিমিটেড ও দ্বিমিক কম্পিউটিং। এ ছাড়া তিনি বাংলাদেশ গণিত অলিম্পিয়াডে একজন একাডেমিক কাউন্সিলর। বর্তমানে সিঙ্গাপুরে গ্র্যাব নামক একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং ম্যানেজার হিসেবে কাজ করছেন।

Comments

comments